নাজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩০ এএম
storage/2024/december/19/news/35667641fefb7127.jpg

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ মো. মুজাহিদ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মুজাহিদ শেখ নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে