নানা আয়োজনে কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০২:৫৯ পিএম
নানা আয়োজনে কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নানা আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে "ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যােগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া। 

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সায়েদুজ্জামান চৌধুরী। 

অনুষ্টানে আরো বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, পুলিশ পরিদর্শক শাহ আলম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহীন মিয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনসালটেন্ট ডা: মো: নূরুস সাফা চৌধুরী, পিএইচডির উপ পরিচালক ডা: ডেনিয়েন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদক আল্লাম আসিফ।

এতে সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হিসেবে মনোনীত হয় খুরুশকুল ইউনিয়ন পরিষদ।

আপনার জেলার সংবাদ পড়তে