কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃুষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফল মেলা ও স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে গাছের চারা বিতরণ করা হয়।
পরে ফুলবাড়ী অফিসার্স ক্লাবে ফল মেলা অনুষ্ঠিত হয়। এতে এলাকায় উৎপাদিত ২০ প্রকার বিভিন্ন ফল প্রদর্শণ করা হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্প্দ কর্মকর্তা আরিফুর রহমান কনক, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম রেজাউল করিমস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, ফকরুল ইসলাম, লাইজু বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রমূখ।