'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুন নাহার রিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনীক, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সাংবাদিক মো.রফিকুল হায়দার টিটু, মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, পরিবার কল্যান সহকারী সুরাইয়া আক্তার খানম প্রমুখ। বিগত বছরের কাজের মূল্যায়নের উপর ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মানতা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর মধ্যে মুমুরদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ উপসহকারি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) ছায়মা খানম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিওভি) রাইমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) আবু কাউছার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মুমুরদিয়া, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ-মুমুরদিয়া এবং আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি (এফডব্লিওএ) সুরাইয়া আক্তার খানম সম্মাননা ক্রেস্ট লাভ করেন।