নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৩:৫৪ পিএম
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ কারবারি আটক

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আট বোতল ভারতীয় মদসহ হাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে  আটক করেছে পুলিশ। হাফিজুল ইসলাম পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ জব্দ করে এবং হাফিজুলকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুল রোববার সকালে মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বস্তায় ভরে মদ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বাসে ওঠেন। বাসের যাত্রীরা মদের গন্ধ পেয়ে চালককে জানালে তিনি বাস থামিয়ে তল্লাশি করেন এবং হাফিজুলের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃত হাফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে