ইন্দুরকানীতে ৬ মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৩:৫৮ পিএম
ইন্দুরকানীতে ৬ মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পদটি ছয় মাস ধরে শূন্য থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও এর সহজে সমাধান মিলছে না, যার ফলে দীর্ঘ অপেক্ষার পরও অনেকে ভূমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ইন্দুরকানি উপজেলায় কর্মরত এসিল্যান্ড ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে বদলি হয়েছেন। এরপর থেকে ছয় মাসের বেশি সময় কেটে গেলেও এই পদে নতুন করে কেউ যোগদান করেননি। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাচ্ছেন।

সেবাগ্রহীতা মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, "আমি স্যারের সঙ্গে দেখা করার জন্য ৪-৫ দিন ধরে ঘোরাঘুরি করছি, কিন্তু তার দেখা মিলছে না। নামজারি ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কাজে আমাদের চরম ভোগান্তি হচ্ছে।" তিনি আরও জানান, অনলাইন সিস্টেমে নামজারি ২৮ দিনে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও এসিল্যান্ড না থাকায় কাজের গতি অনেক ধীর হয়ে গেছে। ভূমি অফিসের কাজ ছাড়াও সহকারী কমিশনারকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকাও পালন করতে হয়।

উপজেলা ভূমি অফিসের কানুনগো জানান, এসিল্যান্ড না থাকায় অনেক ফাইল জমা পড়ে আছে। দাপ্তরিক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়ও কাজের গতি শ্লথ হয়েছে।

ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী আমার দেশকে বলেন, "দীর্ঘদিন ধরে এসিল্যান্ড পদটি শূন্য আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, শিগগির পদায়ন হবে।" স্থানীয় জনগণ দ্রুত এই শূন্য পদে নতুন এসিল্যান্ড নিয়োগের দাবি জানিয়েছেন, যাতে তাদের দুর্ভোগের অবসান হয়।