ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুরে কোমরদীঘি গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রইছ উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন।
রবিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকালে নিহত রইছ উদ্দিনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্র রাজিমের সঙ্গে পাশের বাড়ির ইব্রাহিমদের বাড়ির শিশুদের ঝগড়া হয়। শিশুদের ঝগড়া এক পর্যায়ে বয়স্কদের মধ্যে ছড়িয়ে পড়ে। ইব্রাহিম, রমজানসহ ৮/১০ জন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রইছ উদ্দিনের বাড়িতে গিয়ে হামলা করে। হামলায় রইছ উদ্দিন আহত হয়। পরে তাকে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই নিহতের স্ত্রী হালিমা খাতুন (৪২) বাদী হয়ে রাতে আটক কৃত ৩ জনসহ ১২জনকে চিহিৃত ও ২/৩ জনকে অজ্ঞতনামা আসামী করে মামলা করেন।
ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান জানান, এ ঘটনায় বাদীর মামলার এজহার নামীয় নবী হোসেন (২৪) মোশির্দা খাতুন (৪২) হারিছা খাতুন (৩২) দুইজন মহিলা ও একজন পুরুষকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা হয়েছে।