বাজিতপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৫, ০৪:১৮ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৪:১৭ পিএম
বাজিতপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এবার বিশ্ব জনসংখ্যা প্রতিপাদ্য বিষয় ছিল ‘ন্যায্য ও সম্ভাবনাময় পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। এ অনুষ্ঠানে বাল্য বিবাহ, নারী নির্যাতন, নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা হয়। এছাড়া বিশ্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে আলোচকরা আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সচেতন জনতা উপস্থিত ছিলেন। পরে দুপুরের দিকে পরিবার পরিকল্পনা জনসংখ্যা দিবসে ইউনিয়ন পর্যায়ে কয়েকজন কর্মীকে পুরষ্কার দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে