জুলাই-আন্দোলনের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৪:১৮ পিএম
জুলাই-আন্দোলনের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রুল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ অন্যান্য আন্দোলনকারীদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা না করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ বিষয়ে রুল জারি করেন।

হাইকোর্টের রুলে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় শহীদ হওয়া ব্যক্তিদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা তৈরি করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করা হবে না কেন, সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।

আদালতের নির্দেশ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, আইন সচিব, তথ্য সচিব এবং অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

এ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

চব্বিশ সালের জুলাই-আগস্ট মাসজুড়ে কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে যেভাবে দেশজুড়ে ছাত্র-জনতার গণপ্রতিরোধ সৃষ্টি হয়, তা ইতিহাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত হয়েছে। সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়াসিম আকরাম পুলিশের গুলিতে শহীদ হন। তাঁদের স্মরণে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন আগেই রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে আসছিল।

হাইকোর্টের এই রুল সেই দাবির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন অনেকেই। রুলের আলোকে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলে, শহীদদের স্মৃতি রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে