নাটোরের লালপুর ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ভাই ভাই ওয়েল সেন্টার ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয়। বুধবার সন্ধ্যায় (১৮ ডিসেম্বর) লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বি এম সংযোজিত) মাঠে ফাইনাল খেলায় "যতন খেলাঘর ব্যাডমিন্টন দল" (বাবু+রাব্বি) কে ভাই ভাই ওয়েল সেন্টার ব্যাডমিন্টন দল (বিপ্লব +রকি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বি এম সংযোজিত) প্রধান শিক্ষক ও লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, ডাক্তার মোঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়ার অধ্যাপক রুহুল কুদ্দুস কোহেল, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া ও গোলাম মোস্তফা প্রমুখ। খেলা শেষে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য - চারটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।