নওগাঁর ধামইরহাটে বার্ষিক উন্নয়ন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, ধামইরহাট ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ উপপরিচালক (স্থানীয় সরকার), টি.এম.এ. মমিন। ১৪ জুলাই দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী, প্রবীর কুমার পাল, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, ইএসডিও’র হেড অফ প্রোগ্রাম যামিনী কুমার রায়, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, স্বাস্থ্য প্রশাসক. ডা. আশীষ কুমার সরকার, মৎস্য অফিসার আইয়ুব আলী, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, প্রমুখ।
প্রধান অতিথি টি.এম.এ. মমিন বলেন “আমরা যেমন পরিবারে পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের। জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব।”