বরগুনায় নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৬:৩৩ পিএম
বরগুনায় নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এর মধ্যে এনআইডি কার্ড শাখার কক্ষটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ড দেখতে পেয়ে স্থানীয়রা  ফায়ার  সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল হাই আল হাদী  জানান, পুড়ে যাওয়া কক্ষে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের পরপরই জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের নৈশ প্রহর মোঃ শাকিল জানান, তিনি টয়লেটে ছিলেন, ভেতরে বসে বিকট আওয়াজ শুনতে পান। বের হয়ে এসে দেখেন এনআইডি কার্ড শাখার কক্ষের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর তিনি সবাইকে খবর দেন, তখন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার জেলার সংবাদ পড়তে