এক ফুটবল প্রেমীর চিরবিদায়

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৭:১৪ পিএম
এক ফুটবল প্রেমীর চিরবিদায়

ফুটবলঅন্তপ্রাণ, সাদা মনের মানুষ, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আসমত আলী সরদার ওরফে বাদল ঘোষ (৮৮) রোববার (১৩ জুলাই, ২০২৫) রাত ৮টার দিকে নিজ বাসভবন দক্ষিণ লালপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

বাদল ঘোষ ছিলেন একজন সত্যিকারের ফুটবলপ্রেমী। শত ব্যস্ততার মাঝেও তিনি ফুটবলের কোনো ম্যাচ দেখা থেকে বিরত থাকতেন না। গ্রাম থেকে গ্রামান্তরে যেখানেই ফুটবল ম্যাচ হতো, সেখানেই বাদল ঘোষের উপস্থিতি ছিল অনিবার্য। একসময় ভারত-পাকিস্তান ক্রিকেট উন্মাদনার সময়েও তিনি ছিলেন একজন নিয়মিত টিভি দর্শক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৪ জুলাই, ২০২৫) সকাল ১০টায় নবীনগর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ক্রীড়া জগতের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে