মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে আকুতি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম
মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে আকুতি

আশাশুনি উপজেলার প্রতাপনগরের মৃত অহেদ আলী সরদারের ছেলে রোকনুজ্জামান মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে আকুতি জানিয়েছেন।  লিখিত বক্তব্যে তিনি বলেন, শুভাদ্রাকাটি গ্রামের মৃত শওকাত আলী সানার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাফ হোসেন ও কৃষক দল নেতা আমিনুর রহমানের নেতৃত্বে তাদদেরকে হয়রানি ও ২৫ জনকে আসামি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চাকলা তেলিখালি মৌজার ১নং খতিয়ানের সাবেক ১১৬ ও ৯৩০ বর্তমান ৫০১ দাগে ১৭ একর জমির ডিসিআরের জন্য একই গ্রামের মৃত কওছার গাজীর ছেলে ইউসুফ গাজী, গোলাম রসুলের ছেলে আরিফুল গাজী, বারিক গাজীর ছেলে মাসুম গাজীসহ ২৭ জন আবেদন করেন। একই সময় একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে জুলফিকার আলী, আব্দুল মজিদের ছেলে হাফিজুর ও গোলাম রসুল, আব্দুল্লাহ সানার ছেলে নওশাদ বিশ্বাস সহ ১০ জনের নাম উল্লেখ একই দাগে ডিসিআরের আবেদন করলে তাদদের ডিসিয়ার দেওয়া হয়। তাদের ভুয়া ঠিকানা ও তাদের না পাওয়ায় অযোগ্য হওয়ায় একই গ্রামের আব্দুর রউফ গাজীর ছেলে তানভীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ২১/০৮/২৪ তারিখে মিস কেস ৩৫/২৪ নং মামলা দায়ের করলে আশাশুনি সহকারী কমিশনার ভূমিকে নথি তলব ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। সেই থেকে আওয়ামী লীগ নেতা সোহরাফ হোসেন সহ তার সহযোগিরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি ধামকি অব্যাহত রেখেছে। পরিত্রাণ পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। রোকনুজ্জমান, ইউসুফ হোসেন, আরিফুল গাজী, রিয়াছাত আলী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে