গাজীপুরের কালীগঞ্জে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশে^ পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ণ।” প্রতিপাদ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ।
নাগরী পরিবার পরিকল্পনা পরিদর্শক আরাফাত সরকার এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, বাহাদুরসাদী পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মারুফ হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ পৌর পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন সরকার, জামালপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক নিতাই দাস, মোক্তারপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক ওবায়দুল হক, তুমলিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিব আহমেদ, জাঙ্গালিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায় ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রæতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়।
সভায় কর্মদক্ষতা স্বরুপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হন নার্গিস পারভীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মো. আরাফাত সরকার, শ্রেষ্ঠ বক্তারপুর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার হয়েছেন শোয়েব মিয়া, শ্রেষ্ঠ নাগরী ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস প্রদান করা হয়।