শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান ও সেবা মূল্যায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবে সমাজ সেবা অধিদপ্তর এবং সিএসও নেটওয়ার্কের আয়োজন সিএন আর এস প্রকল্পের সহযোগিতায় নেটওয়ার্ক সদস্য সবুর মোল্লার সভাপত্বে,সিএন আর এস এর মাঠ কর্মকর্তা আজারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল।
১৪ জুলাই অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য সাংবাদিক সাবেরা ঝর্না,এনজিও কর্মী সালমা আক্তার, কামরুল ইসলাম টিটু, রহিমা আক্তার।প্রতিবন্ধীদের মধ্য থেকে প্রশ্নউত্তর পর্বে অংশগ্রহণ করেন সোলায়মান,রাহিমা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার জায়গা থেকে শতভাগ দায়িত্ব পালন করছি। জনবল কম রয়েছে যদি মনে হয় আমাদের সেবায় কোন ঘাটতি রয়েছে তাহলে আমাকে অবহিত করলে আমি আপনাদের সমস্যার সমাধান করব।২০১৩ প্রতিবন্ধী সুরক্ষা আইন অনুসরন করে আবেদন করলে সেবা নিতে কোন অর্থের বা সুপারিশের প্রয়োজন হবে না।