ঝিকরগাছায় মাধ্যমিক শিক্ষা অফিসার সংবর্ধিত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৮:১৪ পিএম
ঝিকরগাছায় মাধ্যমিক শিক্ষা অফিসার সংবর্ধিত

সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদকে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস এম সুলতান মাহমুদ।

শিক্ষক সমিতির সহ-সভাপতি ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেন আহসান উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঝিকরগাছা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান,

ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক- মোস্তাফিজুর রহমান আজাদ,বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, অধ্যক্ষ শাহানারা খাতুন, মোহাম্মদ শফিউল্লাহ, মোঃ আব্দুস সবুর, মোঃ সেলিম রেজা, মোঃ নুরুল আমিন মুকুল, নাসির উদ্দিন, হাসানুল বান্না, সন্তোষ কুমার ভট্টাচার্য সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ- মোঃ দ্বীন ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে