গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়ন পর্যায়ে মতবিনিময়

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০১:৪১ পিএম
গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়ন পর্যায়ে মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের সেবা, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে তৃণমূল মানুষের অংশগ্রহণ, জনগুরুত্বপূর্ণ

বিভিন্ন কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাংগাব ইউপির প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার ও টাংগাব ইউপির প্রশাসনিক কর্মকর্তা জোবায়ের আহমেদসহ স্থানীয় সুধীজন। এর আগে সকাল ১০ টায় একই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে পাইথল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অপর একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে