১১১ কোটিরও বেশি ব্যয় হবে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’র কাজে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৪:০০ পিএম
১১১ কোটিরও বেশি ব্যয় হবে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’র কাজে

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি জুলাই স্মৃতি জাদুঘর-এর কাজের ব্যয়ের টাকার পরিমাণ নির্ধারণ করে অনুমোদন করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গত জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের নির্মাণ বা সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করা হবে। অর্থাৎ এই কাজের কোনো দরপত্র ডাকা হবে না।  আর এতে ব্যয় হবে ১১১ কোটি টাকারও বেশি।

এ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের মোট ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয় হবে।

তথ্য সূত্রে জানা গেছে, গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের সিদ্ধান্ত গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। 

আগামী ৫ আগস্ট এ জাদুঘরের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে