কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার(১৪জুলাই) বিকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শেষে এ কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে মোঃ আতাউর রহমান নাজিম খান সপ্রাবি, সাধারণ সম্পাদক পদে মোঃ মকবুল হোসেন প্রশি তালতলা সপ্রাবি ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান, ধলগাছ সপ্রাবি নির্বাচিত হন। কমিটি গঠনের লক্ষে ১২৩ জন প্রধান শিক্ষকের কণ্ঠ ভোটে এ কমিটি নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ আহম্মদ, সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক, একে এম তাজিবর রহমান, আশরাফুজ্জামান ও হৃদয় প্রমূখ।