চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ হারলা নিধারামপুর সড়কটি বেহাল অবস্থায় মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। দীর্ঘ দেড় কিলো-মিটারের এ সড়কটির ভারী বর্ষণে কার্পেটিং উপড়ে গিয়ে বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়ে সাধারণের চলাচলে চরম বিঘ্নিত ঘটছে। অথচ এ সড়কটি দেখার মত যেন কেউ নেই। চন্দনাইশ বরকল সড়কের সাথে সংয়ুক্ত নিধারামপুর সড়কটি দিয়ে হিন্দু পাড়া,নাথ পাড়া,মুসলিম পাড়া,কাত পাড়া ও রমজু বলির বাড়ির পরিবারের লোকজনের চলাচলের এক মাত্র মাধ্যম। এ সড়কটি সংস্কার না করায় পথাচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির পানিতে সৃষ্ট ক্ষত বিক্ষত স্থানে কাদাপানি জমে একাকার হয়ে পড়ে আর এ কাদাপানির পেরিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। এ ব্যাপরে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক রাজিব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ওয়াডভিত্তিক সমন্বয় করে এডিবির বরাদ্দ টাকা বাস্তবায়নে কাজ করা হবে বলে জানান।