পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রুহুল আমিন বাবলু দাড়িয়া গ্রেফতার। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ) খুলনার সোনাডাঙ্গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে তিনি আটক হন। আটককৃত রুহল আমিন বাবলু দাড়িয়া (৫৮) কে ছাত্র-জনতা খুলনা সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করলে সোনাডাঙ্গা থানা পুলিশ নাজিরপুর থানা পুলিশকে অবহিত করেন। নাজিরপুর থানা পুলিশ তার বিরুদ্ধে দুই'টি দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই মো. মোশাররফ হোসেন ওই আসামিকে সোনাডাঙ্গা থানা থেকে পিরোজপুরে নিয়ে আসেন। আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে অসুস্থ থাকায় তাকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। হাসপাতালে দুই দিন চিকিৎসায় থাকার পরে কর্তব্যরত ডাক্তার নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মালিখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন বাবলু দারিয়ার বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের উপর হামলার মামলা ও যুবদলের মিছিলে হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চেয়ারম্যান রুহুল আমিন বাবলু দারিয়াকে কোর্টে প্রেরণ করলে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল বিচারিক আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।