ত্রিশালে বজ্রপাতে একজনের মৃত্যু

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৬:৫০ পিএম
ত্রিশালে বজ্রপাতে একজনের মৃত্যু

নিজ বাড়ীর পুকুর পাড়ে বসে কচুর লতি পরিস্কার করতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশীদ (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের বড় ছেলে আব্দুর রশীদ বাড়ীর পাশের একটি পুকুর পাড়ে বসে কচুর লতি পরিস্কার করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, এটি একটি মর্মাহত একটি ঘটনা। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে। আশাকরি পরিবারটিকে সরকারের পক্ষ থেকে কিছু সহয়তা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে