তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সমাবেশ

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৭:৪৯ পিএম
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মিথ্যাচার, অপপ্রচার এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্রের সামনে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ্। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা। পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মোন্তাজ উদ্দিন মাষ্টার, প্রদীপ কুমার মিত্র, খোরশেদ আলম কাজল, মো. রুহুল আমিন মোল্লা, মোশারফ হোসেন লিটন, মো. আলী হোসেন খোকন মাষ্টার, সালাহ্ উদ্দিন আহমেদ, কাউছার মো. লাল মিয়া, আশরাফুল আলম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচি আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত করেন। সমাবেশে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ বলেন, রাজনীতিতে সমসময়ই প্রতিদ্ব›দ্বীতা থাকবে, থাকবে প্রতিযোগীতা এমনকি থাকবে সহঅবস্থানও। এটাই রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির এই স্বাভাবিক প্রক্রিয়াটি ক্রমেই হারিয়ে যেতে বসেছে। রাজনৈতিক প্রতিদ্ব›দ্বীতার নামে অপরাজনীতি, বিষোদ্গার, নেতাদের চরিত্রহণনের নোঙরা মানসিকতা ও মিথ্যাচার ত্রমেই কুলষিত করে তুলছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে। বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, রাষ্ট্রগঠন ও রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত উদ্বেগজনক। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা বলেন, দৃশ্য অদৃশ্য দেশ বিরোধী শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। এ সময় কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে