কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৮:০২ পিএম
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলে বারী (২৫) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছেন। নিহত ফজলে বারী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের আব্দুল্লাহ হিল বাকি উরুফে ফরিদ মিয়ার ছেলে। 

মঙ্গলবার উপজেলার মসুয়া ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে রুমা আক্তারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। অসাবধানতাবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খুটির উপর থেকে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল্লাহ হিল বাকি জানান, আমার ছেলে ফজলে বারী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া রহমান জানান, বিদ্যুস্পৃষ্ট ব্যক্তিকে  পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের বিদ্যুৎ কর্মী ফজলে বারী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। ময়নাতদন্ত ছাড়া দাফন করার জন্য তার পরিবার জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজুু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে