গাজায় ইসরায়েলি হামলা: ঝরলো আরও ৬১ প্রাণ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ১২:২০ পিএম
গাজায় ইসরায়েলি হামলা: ঝরলো আরও ৬১ প্রাণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যেন লাশের মিছিল কমছেই না। বরং দিন যত যাচ্ছে মৃত্যু সংখ্যা দ্রুতই বাড়ছে। এ যেন এক মৃত্যু শয্য। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এমন তথ্য প্রকাশ করেছে। 

তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে আল জাজিরাকে স্থানীয় মেডিকেল সূত্রগুলো জানিয়েছে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত দুইজন নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। 

জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ দিকে জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে অন্তত ৮৭৫ জন মারা গেছেন।

অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলের ১৬টি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে। এর মধ্যে জাবালিয়াও রয়েছে, যেখানে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পালাতে শুরু করেছেন।

সিভিল ডিফেন্স সংস্থা অনুযায়ী, গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে