মা ও দুই সন্তানকে জবাই করে হত্যা: প্রধান আসামী গ্র্রেফতার

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০১:৪৪ পিএম
মা ও দুই সন্তানকে জবাই করে হত্যা: প্রধান আসামী গ্র্রেফতার

ভালুকায় মা ও দুই সন্তানকে জবাই করে হত্যা মামলার প্রধান আসামী নজরুল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

১৫ জুলাই মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের পর সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান,হত্যাকান্ডটি ঘটিয়ে সে মোবাইল ফোন বন্ধ রাখে। অবশেষে হত্যাকান্ডের একদিন পরতাকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এখনো হত্যাকান্ডের মুটিভ বের করা যায়নি।

উল্লেখ্য গত ১৪ জুলাই সোমবার রাতের ভালুকার টিন্ডটি রোডের পাশে একটি ভাড়া বাসায় রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। ঘটনার দেড় মাস আগে ছোট ভাই নজরুল ইসলাম ভাইয়ে বাসায় উঠে ভালুকায় অটো রিকসা চালাতেন। কি কারনে নজরুল ইসলাম তার বড় ভাইয়ের স্ত্রী ময়না বেগম (২৫),ভাতিজি রাইসা (৭) ও ভাতিজা নিরব কে জবাই করে হত্যা করলো জানাযায়নি। নিহতের ভাই বাদী হয়ে ভালুকা মডেল থানায় নজরুলকে প্রধান আসামী করে মামলা দায়ের করে। সেই মামলায় নজরুল ইসলামকে প্রেফতার করেছে পুলিশ। নজরুলে বাড়ী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনবাড়ী গ্রামে।

আপনার জেলার সংবাদ পড়তে