জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, আইনজীবী শিশির মনিরের

শাল্লায় পরিকল্পিত ও ধারাবাহিক চুরির হিড়িক

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০২:৩৩ পিএম
শাল্লায় পরিকল্পিত ও ধারাবাহিক চুরির হিড়িক

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় সম্প্রতি একের পর এক চুরির ঘটনা ঘটছে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। গরু, হাঁস, নৌকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা এমনকি বাজারের দোকানও চোরচক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রতিকার চেয়েছেন।

তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও শাল্লা থানার ওসির নিকট ১৫ জুলাই ২০২৫ তারিখে প্রেরিত এক পত্রে বলেন, "শাল্লায় চুরি এখন আর বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়, এটি একটি সুসংগঠিত ও ধারাবাহিক অপরাধচক্রেরই পরিচায়ক।" তিনি আরো জানান, চুরির ঘটনায় স্থানীয় জনগণ আতঙ্কিত, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পুলিশি কার্যক্রমে আস্থাহীন হয়ে পড়েছে।

পত্রে তিনি উল্লেখ করেন, গত দুই মাসে শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ১৬টি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। ছোট আব্দা, গোয়ানী, মেঘনাপাড়া, সেননগর, রৌয়া, আনন্দপুর, কাশিপুর, শ্রীহাইল, কার্তিকপুর, দামপুরসহ প্রায় প্রতিটি গ্রামেই চুরি হয়েছে গরু, নৌকা, হাঁস, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী। এমনকি আনন্দপুর বাজারের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়। অভিযোগ রয়েছে, এ সব ঘটনার অনেকগুলোতেই এখনো পর্যন্ত চোর শনাক্ত হয়নি কিংবা চুরিকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

শিশির মনির চুরি রোধে যেসব সুপারিশ করেছেন, তার মধ্যে রয়েছে: চুরির প্রতিটি ঘটনা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার; প্রয়োজনীয় এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ ও অস্থায়ী ক্যাম্প স্থাপন; গ্রাম পুলিশ ব্যবস্থাকে সক্রিয় করা; কমিউনিটি সচেতনতামূলক সভা আয়োজন; থানায় দায়েরকৃত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ।

তিনি আরও বলেন, “শাল্লার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ত্বরিত ও দৃশ্যমান উদ্যোগ জরুরি। জননিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, চোরচক্রকে দ্রুত আইনের আওতায় এনে শাল্লার জনগণকে স্বস্তি দেওয়া হোক।

আপনার জেলার সংবাদ পড়তে