ভালুকায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৩:৪৫ পিএম
ভালুকায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃটক্তি ও দেশে মব সৃষ্টি করে সন্ত্রাসী ও নৈরাজ্য শুরু করছে একটি দল। তারা নিজেরা মব সৃষ্টি,চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে। এসব অকর্মের দোষ বিএনপির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

 ১৬ জুলাই বুধবার দুপুরে মব সৃষ্টিকারী,চাঁদাবাজ ও তাদের নানা অপকর্মের প্রতিবাদে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলমের নের্তৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।  মিছিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা ঘোরে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করেছে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক হাতেম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ, হাজী শহিদুল ইসলাম,নাসির উদ্দিন সরকার,মজিবুর রহমান মজু, রুহুল আমীন,খালেদা নার্গিস, নজরুল ইসলাম বিএনসি,আইয়ুব আলী কমান্ডার,আবুল কামাল আজাদ,সদস্য পারভেজ মাসুদ চানমিয়া,লোকমান হোসেন,সিরাজুল ইসলাম ঢালী,আব্দুর রউফ,যুব নেতা কায়সার আহাম্মেদ কাজল, শামীম আহাম্মেদ, ,সজিব, ছাত্রদল নেতা টিপু সরকার,মৃদুল,অনন্ত,প্রমুখ। এর আগে জুলাই আনন্দোলনে নিহত শহীদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে