পিরোজপুরে হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৪:২৬ পিএম
পিরোজপুরে হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমান  আসামীদের উপস্থিতিতে ওই রায় দেন।

দন্ড প্রাপ্তরা হলো হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ এর ২ পুত্র মাজেদুল ইসলাম ডালিম ও সেলিম শেখ এবং মৃত ছত্তার শেখের পুত্র জাহাঙ্গীর শেখ। মামলায় দন্ডিত জাহাঙ্গীর শেখের স্ত্রী হাসি বেগম ও হাতেম শেখের স্ত্রী শেফালী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।  

এামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সকাল ৮ টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে দন্ডপ্রাপ্তরা মৃত ফজলউদ্দিন শেেেখর পুত্র বাদশা শেখকে পিটয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত ৩ জনকে ওই সাজা দেন এবং অপরাধ প্রমানিত না হওয়ায় দুই মহিলা আসামীকে খালাস দেওয়া হয়। মামলা চলাকালীন অপর আসামী হাতেম আলী শেখ মারা যায়। 

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবীর বাদল।