নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যান যাত্রীর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। সালামপুর থেকে লালপুরগামী ৫জন যাত্রী ভর্তি একটি চার্জার ভ্যানকে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানযাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এসময় উপজেলার লক্ষণবাড়িয়া গ্রামের এমাজউদ্দিন ছেলে ভ্যানযাত্রী মো. ইসলাম (৫০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আরেক যাত্রী ধরবিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আরিফ (২৪) গুরুতর আহত হন।
আহত আরিফকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । লাশের সুরতহাল করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে ।