গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পরিষদের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুয়াগাছিয়া ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুক আহমেদ ভূইয়া।
বুধবার (১৬জুলাই ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এই এডহক কমিটি মনোনীত করা হয়েছে।সভাপতি হিসেবে
মো:ফারুক আহমেদ ভূঁইয়া ছাড়াও অভিভাবক সদস্য মো:সফিকুল ইসলাম স্বপনও শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউল হায়দার হাওলাদার।সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক।
জানা যায়, মো:ফারুক আহমেদ ভূঁইয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষারচর গ্রামের সাবেক জেল সুপার মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।ব্যক্তিগত জীবনে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়ে মো:ফারুক আহমেদ ভূঁইয়া মহান আল্লাহ কাছে শুকরিয়া জ্ঞাপন,এলাকায় সাধারণ জনগন,বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র,অভিভাবকদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ
ও সকলের সহযোগিতা চেয়ে বলেন,উপজেলা অন্যান্য বিদ্যালয় থেকে পিছিয়ে পড়া এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।