জুলাই শহীদ দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিনত করতে ২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতা আন্দোলনে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। ওই আন্দোলনে প্রথম শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ। এর পর ছাত্রদের আন্দোলন রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলনটি ছিলো দেশের মানুষের স্বাধীনভাবে চলা-বলার আন্দোলন, অধিকারের আন্দোলন। বক্তারা বলেন, যে উদ্দেশ্যে ছাত্র-জনতা একটি স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে প্রান দিয়েছে সেই উদ্দেশ্য যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে। সভায় জুলাই আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এবং আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ হাওলাদার, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির প্রমুখ।