পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বে না থাকা এক কম্পিউটার ব্যবসায়ীকে দিয়ে দাপ্তরিক কাজ করানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের বিরুদ্ধে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, ইউনিয়নের স্থানীয় কম্পিউটার ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত মো. নাজিম উদ্দিন ভূমি কর্মকর্তার চেয়ারে বসে দাপ্তরিক নথিপত্র দেখছেন এবং কাজ পরিচালনা করছেন। এ সময় অফিসের দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৪ সালে মো. রিয়াজুল ইসলাম বালিপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তাঁর অনুপস্থিতিতে প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী নাজিম উদ্দিনকে দিয়ে অফিসের কাজ করানো হচ্ছে।
নাজিম উদ্দিন বলেন, “স্যার (ভূমি কর্মকর্তা) আজকে অফিসে আসতে পারেননি। তাই তিনি আমাকে কিছু দাপ্তরিক কাজ করতে বলেছেন।”
এ বিষয়ে ভূমি কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমি অসুস্থ থাকায় আজ অফিসে যাইনি। তাই তাকে (নাজিম উদ্দিন) অফিসের কিছু কাজ করতে বলেছি। এতে আপনাদের সমস্যা কী?”
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের প্রশাসনিক প্রধান হাসান-বিন-মুহাম্মদ আলী বলেন, “সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি অফিসে বহিরাগত কাউকে দায়িত্ব দেওয়া সম্পূর্ণরূপে অনৈতিক ও আইনবিরুদ্ধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।