গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি এবং কারফিউ জারি করা হয় সরকারের পক্ষ থেকে। এ অবস্থায় গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গোপালগঞ্জসহ দেশের কোনো এলাকায় মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করার কোনো নির্দেশনা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেয়নি। সরকারের অবস্থান স্পষ্ট-যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন নয়। দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রণালয় দাবি করেছে, স্বৈরাচার এবং তাদের দোসররা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এমন অপতথ্য ছড়াচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
জনজীবনের স্বাভাবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।