বিস্ফোরক মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০১:৪৬ পিএম
বিস্ফোরক মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

বিস্ফোরকসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী মিজানুর রহমান (৩৫) রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ১৩ জুন বিকালে হুমায়ুন কবির গ্রুপ এবং মনিরুল ইসলাম হিটু গ্রুপ’দ্বয়ের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার রামচন্দ্রপুর কিসমত আলী হাই স্কুল মাঠে উভয় পক্ষের সংঘর্ষ লাগে। এতে ককটেল বিস্ফোরনসহ অন্তর্ঘাতীক কাজের মাধ্যেমে জনমনে আতংক সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মামলা নং- ০৮, তারিখ- ১৫/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ১৫/(৩)২০২৫ডি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৪, তৎসহ ১৩৪/৪৪৮/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় মোড় এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মো: মিজানুর রহমান নেন্টু (৩৫), পিতা- মৃত মজিবুর রহমান, সাং- মথুরাপুর, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে। প্রকাশ থাকে যে, উক্ত আসামীর বিরুদ্ধে বিস্ফোরকসহ ১০ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে