দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুই কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০১:৫০ পিএম
দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গতকাল বুধবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যমানের ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: মোবারক মিয়া (৪৫), পিতা- মৃত নোয়াব মিয়া, সাং- কলসের কান্দী, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে