পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে ২৪ এর রক্তে গ্রাফিতি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, শিয়ালকাঠি দারুস সুন্নাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান,একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।