বাজারে কমতে শুরু করছে আলু-পেঁয়াজের দাম

এফএনএস অনলাইন:
| আপডেট: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০১:০৪ এএম
বাজারে কমতে শুরু করছে আলু-পেঁয়াজের দাম

কয়েক মাস থেকেই উধ্বগতিতে চলছে বাজার দর। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। ইতোমধ্যে বাজারে আলু এবং পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় আলুর দাম এবং বাজারে নতুন পেঁয়াজ আসায় পেঁয়াজের দাম কমার খবর পাওয়া গেছে। 

গত ৫ সেপ্টেম্বর আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানিশুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে, তাও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এতেও কার্যকর কিছু হয়নি।

সম্প্রতি বাজারে নতুন আলুর সরবরাহ ও আমদানি বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন সংস্থার বাজার অভিযানে পালটাতে শুরু করেছে পরিস্থিতি। এতে কমতে শুরু করে আলুর দাম। বিক্রেতারা বলছেন, নতুন আলুর দাম ১২০ টাকা থেকে কমে ৬০ টাকায় নেমেছে। এ ধরনের আলুর আধিক্যের কারণে পুরাণ আলুর দামও কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।

আর পাইকারি পর্যায়ে প্রতি কে.জি. নতুন আলু ৫২-৫৩ টাকা ও পুরাণ আলু ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কমার তথ্য মিলেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যানেও। তথ্য বলছে, এক মাসের ব্যবধানে আলুর দাম ৩.৫৭ শতাংশ কমেছে।

এছাড়াও স্বস্তি ফিরেছে উত্তাপ ছড়ানো পেঁয়াজের বাজারেও। বিক্রেতারা বলছেন, পেঁয়াজের কালি (কেজি ৫০ টাকা) উঠায় এবং আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়িকাটা পেঁয়াজও।

বর্তমানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে খুচরায় প্রতি কে.জি. পুরাণ দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা, নতুন মুড়িকাটা পেঁয়াজ ৭০ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর পাইকারি পর্যায়ে প্রতি কে.জি. পুরাণ দেশি পেঁয়াজ ৯০-৯২ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম কমার তথ্য মিলেছে টিসিবির পরিসংখ্যানেও। তথ্য বলছে, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ২৬.৭৯ শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম ২১.৯৫ শতাংশ কমেছে।

আপনার জেলার সংবাদ পড়তে