চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে বাড়িতে গ্রেফতার করা হয়েছে। বুধবার(১৬ জুলাই-২০২৫)রাত ১০টা ৫০মিনিট উপজেলার সাদুল্যাপুর ইউপিস্থ মোল্লাকান্দি বেরীবাধের উপর পাঁকা সড়কের উপর তাদের আটক করা হয়।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান-৩ সংগীয় অফিসার ও ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৬ জুলাই, ২০২৫,রাত্র ২২.৫০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন ৩নং সাদুল্যাপুর ইউপিস্থ মোল্লাকান্দি বেরীবাধের উপর পাকা সড়কের উপর হতে মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০.৮০ গ্রাম, মূল্য অনুমান ৩২,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার মোল্লাকান্দি (উত্তর পাড়া, বেপারী বাড়ী) গ্রামের মিজান বেপারীর ছেলে মোঃ ইমন(২০) ও বড় ষাটনাল(সরকার বাড়ী)গ্রামের মোঃ নাছির উদ্দিন সরকারের ছেলে মোঃ মায়া হোসেন(৩৪)।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার ,এফআইআর নং-৪২, তারিখ- ১৭ জুলাই, ২০২৫; জি আর নং-৪৪৪, তারিখ- ১৭ জুলাই, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। অভিযান অব্যাহত থাকবে।