মতলবে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৩:৫৯ পিএম
মতলবে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে বাড়িতে গ্রেফতার করা হয়েছে। বুধবার(১৬ জুলাই-২০২৫)রাত ১০টা ৫০মিনিট উপজেলার সাদুল্যাপুর ইউপিস্থ মোল্লাকান্দি বেরীবাধের উপর পাঁকা সড়কের উপর তাদের আটক করা হয়। 

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান-৩ সংগীয় অফিসার ও ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া  ১৬ জুলাই, ২০২৫,রাত্র ২২.৫০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন ৩নং সাদুল্যাপুর ইউপিস্থ মোল্লাকান্দি বেরীবাধের উপর পাকা সড়কের উপর হতে মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০.৮০ গ্রাম, মূল্য অনুমান ৩২,৪০০/- টাকা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার মোল্লাকান্দি (উত্তর পাড়া, বেপারী বাড়ী) গ্রামের মিজান বেপারীর ছেলে মোঃ ইমন(২০) ও বড় ষাটনাল(সরকার বাড়ী)গ্রামের মোঃ নাছির উদ্দিন সরকারের ছেলে মোঃ মায়া হোসেন(৩৪)।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার ,এফআইআর নং-৪২, তারিখ- ১৭ জুলাই, ২০২৫; জি আর নং-৪৪৪, তারিখ- ১৭ জুলাই, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে