সেনবাগে একশত ছাত্র-ছাত্রীকে স্কুল ড্রেস প্রদান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৪:০৫ পিএম
সেনবাগে একশত ছাত্র-ছাত্রীকে স্কুল ড্রেস প্রদান

সেনবাগের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫নং অজুর্নতলা ইউপির মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশত ছাত্র-ছাত্রীকে স্কুল ড্রেস উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বেগমের সভাপতিত্বে ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সি,ই,ও আলহাজ্ব আবদুস সাত্তার বিএসসি, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব দলিল লিখক আবু ইউসুফ মজুমদার, ৫নং অজুনতলা ইউপি প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম সৈযদ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, সাবেক সদস্য সচিব কাউছার আহম্মেদ, ৫নং ওয়ার্ড প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, রমাদ্বানুল ইসলাম বিজয়, মোঃ সাইফুজ্জামান রাহাত সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সৈয়দ হারুন এম.জে.এফ অজুনতলা ইউপির মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়ে বিদ্যালয়ের শিক্ষাথীদের জন্য স্কুল ড্রেস উপহার দেওয়ার ঘোষনা দেন। যেমন কথা তেমনম কাজ। বৃহস্পতিবার সকালে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রুতি স্কুল ড্রেসগুলো বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে