সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও জামায়াতের অপ রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল।
আজ বৃহসপতিবার দুপুরে জেলা স্টেডিয়াম চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি শহরের সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয় এবং এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যরা বলেন, পরিকল্পিতভাবে দেশের যুব সমাজকে বিভ্রান্ত করতে বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। ফলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। বক্তারা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তরা জামায়াতের সমালোচনা করে বলেন, ৭১ এর স্বাধীনতা ওই দলটি বিরোধীতা করে অন্যায় করলেও তারা আজ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি। দলটি তারেক রহমানের বিরুদ্ধেও অপ প্রচার চালাচ্ছে। ওই দলটিকে বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ।