সুন্দরগঞ্জে ৮৩ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৫:৪৯ পিএম
সুন্দরগঞ্জে ৮৩ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে ৮৩ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক সাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধার বসতবাড়ির টিউবওয়েলের পাড়ে। এলাকাবাসি ঘটনার সময় সাহিদকে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ্দ করে। সাহিদ ওই গ্রামের মোনারুল মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই বৃদ্ধা তার বাড়ির টিউবওয়েলের পাড়ে অবস্থান করছিল। এ সময় সাহিদ বৃদ্ধার নিকট গিয়ে তাকে ধর্ষণ করার উদ্দেশ্যে তার পরনের কাপড় খোলার চেষ্টা করে। বৃদ্ধার চিৎকারে এলাকাবাসি ছুঁটে এসে সাহিদকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধা এবং যুবককে থানায় নিয়ে আসে। গত মঙ্গলবার রাতেই ওই বৃদ্ধা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃস্টি হয়েছে।        

দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম রেজা বলেন, সাহিদ মিয়া একজন মাদকাসক্ত ও মানষিক ভারসাম্যহীন যুবক। সাহিদ মিয়া ওই বৃদ্ধার প্রতিবেশি নাতির ছেলে পুতি। পুলিশের তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সেলিম মিয়া বলেন, ওই বৃদ্ধা বাদী হয়ে মামলা করেছে। আসামি সাহিদকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলায় একজন মাত্র আসামি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে