প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৬:০৯ পিএম
প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন হয়। 

মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মো মমিনুল হক হাউলাদার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা।

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজে আজ অবহেলিত। আমরা তাদেরকে শিক্ষা দান করতেছি। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করাচ্ছি।তারা আরও বলেন, অন্য বিদ্যালয়গুলো যদি স্বীকৃতি পায় তাহলে আমরা কেন পাবো না। আমরা আমাদের স্কুল গুলোকে এমপিও দেয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে