ময়মনসিংহের গফরগাঁও মহিলা কলেজে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) গফরগাঁও উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ২৪ আমাদের চেতনার অংশ হয়ে গেছে। আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ আমাদের আগামী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে অনুপ্রেরণা যোগাবে যা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে নতুন কমলমতি শিক্ষার্থীদের মাঝে এই ধরনে আয়োজন অনেক কার্যকর ভূমিকা রাখবে।
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে দেশব্যাপী জুলাই পুর্র্নজাগরণের অংশ হিসেবে ২৪এর গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গফরগাঁও মহিলা কলেজের ছাত্রীরা অংশ নেন। এতে একাদশ শ্রেণীর তাহিরা প্রথম, আনিকা দ্বিতীয় ও ইকরা তৃতীয় স্থান অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক কমল বাবু, অর্থনীতির বিষয়ে প্রভাষক শহিদুল ইসলাম, বাংলা বিষয়ে প্রভাষক সাব্বির কামাল, আইসিটি বিষয়ের প্রভাষক মামুন, শরীরচর্চা শিক্ষক রমিজা খাতুন সহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।