ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জয়ধরকান্দী আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও ক্রীড়া সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় বিতরণ কার্যক্রম। প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামে সভাপতিত্বে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। বক্তব্য রাখেন- ইউপি সদস্য মো. খলিল মিয়া, শিক্ষক মো. ফখরুজ্জামান, মো. আইয়ুব খান ও পল্লী চিকিৎসক মো. ওবায়দুল্লাহ। এর আগে পাঁচটি শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাইয় করতে প্রশ্ন করেন ইউএনও। এই পক্রিয়ায় ১৫-২০ জন শিক্ষার্থীকে ইউএনও পুরস্কৃত করেন। পাঁচ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। ড্রামসেট ফুটবলসহ বিদ্যালয়কে প্রদান করেন ক্রীড়া সামগ্রি। প্রধান অতিথি বলেন, পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের মনযোগ বৃদ্ধি ও প্রতিদ্ধন্ধীতায় উদ্ভুদ্ধ করতেই পুরস্কার প্রদান করেছি। সময়মত প্রত্যেক শিক্ষার্থীকে পাঠ সম্পন্ন করতে হবে। অবসর সময়ে মনকে উৎফুল্ল করতে খেলাধূলা করতো হবে। মনে রাখতে হবে তোমরাই আগামী দিন সমাজ দেশের নেতৃত্ব দিবে। তোমরাই দেশের ভবিষ্যৎ সম্পদ।