ঝিনাইদহে এক বছরে ৩৬১ জনের আত্মহত্যা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৬:৫৯ পিএম
ঝিনাইদহে এক বছরে ৩৬১ জনের আত্মহত্যা

ঝিনাইদহের ৬ উপজেলায় গত এক বছরে ৩৬১ জন আত্মহত্যা করেছে। আত্মহননকৃতদের মধ্যে মহিলার সংখ্যা বেশি। জেলার ৬ উপজেলার মধ্যে সদর উপজেলা আত্মহত্যায় শীর্ষে রয়েছে। পারিবারিক ও দাম্পত্য কলহ ছাড়া,অভাবগ্রস্থ থাকার কারণে সৃষ্ট হতাশা থেকে ৬২ শতাংশ মানুষ আত্মহত্যা করেছেন।বুধবার বিকেলে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় সমীক্ষার আলোকে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।এ কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা,সেচ্ছাসেবী,সামাজিক ও এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রতীন্দ্র নাথ রায়,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান,সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম ঝিনাইদহ প্রেসক্লাবে সভাপতি আসিফ কাজল ও রিপোর্টস ইউনিটের সভাপতি এম এ কবীর।

আপনার জেলার সংবাদ পড়তে