কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের ব্রীজের নিচে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্টীল বডি নৌকা দিয়ে বালু আনলোড করছে, এছাড়া একই উপজেলার দিলালপুর ইউনিয়নের দিলালপুর ব্রীজের একপাশ থেকে দীর্ঘ লোহার পাইপ দিয়ে বালু ব্যবসায়ীরা হাজার হাজার পাইপ দিয়ে বালু ভরাট করছে দিঘীরপাড়, মথুরাপুরসহ ৮ থেকে ৯টি এলাকায় প্রতিদিন অর্ধশত স্টীলবডি নৌকা ড্রেজার মেশিনের মাধ্যমে বালু আনলোড করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এদিকে দিঘীরপাড়, আছানপুরসহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় এসব ব্যবসা চালিয়ে অসাধু বালু ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন দলের পরিচয় দিয়ে এ ব্যবসা করলেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিন গিয়ে গণমাধ্যম কর্মীরা দেখে যে, অবাধে স্টীল বডি নৌকা থেকে বিভিন্ন বালু ব্যবসায়ীরা স্টীল বডি থেকে বালু আনলোড করতে দেখা গেছে। তারা বলেন যে, এ বিষয়ে প্রশাসনের নাকি অনুমতি আছে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, ভৈরবে একটি সরকারিভাবে বালু মহল রয়েছে। সেখান থেকে বালু এনে বালু ব্যবসায়ীরা রশিদ দিয়ে বালু এনে ব্যবসা করার বৈধতা আছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের নজর আছে বলে উল্লেখ করেন।