বাজিতপুরে হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতির বাড়ীতে দুর্ধর্ষ চুরি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৮:০৩ পিএম
বাজিতপুরে হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতির বাড়ীতে দুর্ধর্ষ চুরি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের পাল সম্প্রদায়ের ও সাবেক হিন্দু কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি বাবু সুব্রত পালের বাড়ীতে তার বুড়ো মা অঞ্জলি রানী পাল (৯০) কে গত বুধবার দিবাগত রাতে এক দল চুর ঘরের ভিতরে প্রবেশ করে ২য় তলায় তার গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুটি দুলসহ নগদ টাকা চুরি করে নিয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই চুরেরা সুব্রত পালের মায়ের বাম ও ডানহাত কামড়িয়ে এই জিনিসগুলি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসন কিছুই জানে বলে এলাকায় অভিযোগ উঠেছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন বলেন, এ বিষয়ে তাকে কেউ কিছু জানায় নি।

আপনার জেলার সংবাদ পড়তে