চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ৭জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
আহতদের মধ্যে রয়েছেন-সোহবুল ইসলাম (৫৫), জসিম উদ্দিন (৪০), একরামুল (৫০), রবিউল ইসলাম (৬০), রুহুল আমিন (৭২), দুরুল হুদা (৫৫), রমেজ আলী (৩০), সাইফুল ইসলাম (৬০), আজিবুর (৪৬), সবুজ (৪০), মন্টু (৬২), শাহিন (২৬), রাজিব (২৭) ও নাদিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় গ্রামবাসির সঙ্গে রহনপুর বাজারের মৃত আজাহারউদ্দিন টুনু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। টুনি মিয়ার ওয়ারিশগণ আদালতে রায় পেয়েছেন বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে তার ছেলে সাবেক কাউন্সিলর ফকরুল ইসলাম মানিক ভাড়াটে দলবল নিয়ে ওই জমি দখল করতে যায়। ওই সময় গ্রামবাসি সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিতে গিয়ে আবারও হামলা করে সাবেক কাউন্সিলের ভাড়াটিয়া লোকজন। এ সময় পুলিশ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহিদুল ইসলাম জানান, মারামারি ঘটনায় ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ৬জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় ৭ জনকে আটক করা হয়। এদিকে উভয়পক্ষ মামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।